পীরগাছায় মাস্ক না পরায় জরিমানা
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রংপুরের পীরগাছায় ভ্রাম্যমান আদালতে ১৬জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এসময় একজনকে তিনদিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
শনিবার দুপুরে পীরগাছা বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা বেগম।
এসময় মাস্ক না পরা এবং স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় ১৬ জন ব্যক্তিকে ১৬শত টাকা জরিমানা এবং উপজেলা সদরের রেলস্টেশন গুয়াবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে নাঈম মিয়াকে ১৮৬০ এর ১৮৬ ধারা মোতাবেক তিন দিনের কারাদন্ড দেয়া হয়।
প্রতিদিনেই এ ধরনের অভিযান চলবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন।