সোমবারের হরতাল প্রত্যাহার করল ইসলামী পিপলস পার্টি
ইসলামের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীদের গ্রেপ্তারের দাবিতে ইসলামী পিপলস পার্টির আগামী ৫ এপ্রিল সোমবারের সকাল সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে।
সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে সরকারের সাধারণ ছুটি কে সম্মান জানিয়ে এ হরতাল প্রত্যাহারের জন্য সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইসলামী পিপলস পার্টি।
শনিবার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, যারা ইসলামের নামে সন্ত্রাসী কার্যক্রম করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। ইসলাম কখনো সন্ত্রাস সমর্থন করেনা।
রাষ্ট্রীয় সম্পদ দেশের সকল জনগণের যা কখনো কারো শত্রু হতে পারে না। হেফাজতের এই তান্ডব সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য।