নওগাঁর পাহাড়পুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা
নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে পারিবারিক কলহের জেরে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার ৩ এপ্রিল, বিকেল সাড়ে তিনটার সময় নিজ বাসায় তালার তিরের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে।
নিহত যুবক নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরের বামন পাড়ার পাশে নয়নশহর গ্রামের ফুলমিয়ার নাতি জাহিদুলের ছেলে রিমন হোসেন (২০)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে যে, রিমন গত মাস তিনেক আগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রেম করে বিয়ে করে,সেই বউয়ের সাথেই পারিবারিক কলহের জেরে নিজের ঘরের তালার তিরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
বদলগাছী থানার অফিসার ইন চার্জ (ওসি)আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালের মার্গে পাঠান।
বদলগাছী থানার অফিসার ইন চার্জ আতিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অনুমান করছি,এ ব্যাপারে রাতেই থানায় একটি ইউডি মামলা দায়ের হবে।