২১ দিনেই বিদায় হতে পারে করোনা ভাইরাস
বাংলাদেশের সব মানুষ যদি অন্তত ২১ দিন মাস্ক পড়ে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলে, তাহলে ২১ দিন পরে বাংলাদেশে কোন করোনা ভাইরাস খুজে পাওয়া যাবে না।
কারন,
১.করোনা ভাইরাস স্বাভাবিক পরিবেশে সর্বোচ্চ ১৫ দিন বাচতে পারে।(ল্যাবোরেটরিতে তাদের জন্য বানানো আদর্শ পরিবেশে তারা ২৮ দিন পর্যন্ত বাচতে পারে, কিন্তু বাইরে কোন ভাবেই ১৫ দিনের বেশি সম্ভব নয়)
২.আক্রান্ত ও সুস্থ্য সকল মানুষ মাস্ক পড়ার ফলে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ফলে নতুন করে কোন সুস্থ্য মানুষের দেহে করোনা ভাইরাস প্রবেশ করতে পারবে না।
৩.বাসায় এসে সাবান দিয়ে হাত ধোয়া/গোসল, পরিধেয় কাপড় ডিটারজেন্ট দিয়ে ধোয়া, মোবাইল ফোন-চাবির রিং হেক্সিসল দিয়ে স্যানিটাইজ করার ফলে বাসার ভেতরেও করোনা ভাইরাসের সোর্স থাকবে না।
পরিশেষে বলতে চাই, করোনা ভাইরাস আসলেই একটি দুর্বল ভাইরাস এবং মানুষ অবশ্যই করোনা ভাইরাসের চেয়ে বেশি শক্তিশালী। এই ভাইরাসকে মারতে গুলি-বোমা প্রয়োজন হয় না, সাধারন সাবান পানিই যথেষ্ট।
শুধুমাত্র আমাদের সচেতনতা এবং স্বদিচ্ছার অভাবে করোনা ভাইরাস জিতে যাচ্ছে এবং আমাদের পরিবারের সদস্যরা মারা যাচ্ছে।