Ahmed Niloy - (Bhola)
প্রকাশ ০৩/০৪/২০২১ ০৬:১৯পি এম

হেফাজতে ইসলামকে নিষিদ্ধের দাবি জানাচ্ছে ওলামা লীগ

হেফাজতে ইসলামকে নিষিদ্ধের দাবি জানাচ্ছে ওলামা লীগ Ad Banner

হেফাজতে ইসলাম বাংলাদেশকে নিষিদ্ধ করতে দাবি জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠন আওয়ামী ওলামা লীগ। এছাড়াও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ, মসজিদে মাস্ক পরা বাধ্যতামূলক এবং রোজা অবস্থায় টিকা জায়েজ ফতোয়ার দাবি জানাচ্ছে তারা। 

শনিবার (০৩ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও সমমনা ১৩ দলের মানববন্ধনে এসব দাবি জানানো হয়।  মানববন্ধন করে আওয়ামীপন্থী এ নেতারা দাবি করে বলেন, সরকারের উচিত অবিলম্বে হেফাজত-জামায়ত নিষিদ্ধ করা। পাশাপাশি সাধারণ মুসলমানদেরও তাদের বয়কট উচিত বলে মন্তব্য করেন। 

বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আখতার হোসাইন বোখারীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ওলামালীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আব্দুর সাত্তার,  আওয়ামী ওলামা লীগের সহসভাপতি মাওলানা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল জলিল প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ