একই সড়কে বাবার পর প্রাণ গেল ছেলের
মুন্সিগঞ্জের শ্রীনগরে ক্রেনের ধাক্কায় মো. জুলহাস দেওয়ান (৬০) নামের এক অটোচালক নিহত হয়েছেন।
শনিবার (৩ এপ্রিল) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলহাস দেওয়ান স্থানীয় পাটাভোগ এলাকার জশুরগাঁও গ্রামের মৃত তাইজউদ্দিন দেওয়ানের ছেলে। গতমাসে একই সড়কে তার বাবা তাইজউদ্দিন দেওয়ানও সড়ক দুর্ঘটনায় মারা যান।
স্থানীয়রা জানান, বেজগাঁওয়ে বাসস্ট্যান্ডের সামনে জুলহাসের ব্যাটারি চালিত ইজিবাইকটি সমস্যা দেখা দিলে সে সড়কের পাশে রেখে ঠিক করছিল। এ সময় রেল লাইনের কাজে নিয়োজিত একটি হাইড্রো ক্রেন জুলহাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পয়ে ফায়ার সার্ভিসকর্মীরা মরদেহ উদ্ধার করে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবরে অটোচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।’