Md Abul bashar - (Dinajpur)
প্রকাশ ০৩/০৪/২০২১ ০৪:০৫পি এম

রাজস্থান রয়্যালস শঙ্কায় মুস্তাফিজকে নিয়ে

রাজস্থান রয়্যালস শঙ্কায় মুস্তাফিজকে নিয়ে Ad Banner

রাজস্থান রয়্যালসের এক্সপ্রেস ফাস্ট বোলার জোফরা আর্চার ইনজুরির কারণে ছিটকে গেছেন। সে না থাকায় রাজস্থানের একাদশে জায়গাটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের। তবে এই পেসারকে ঘিরেও শঙ্কায় দলটি তার অন্যতম কারণ টুর্নামেন্টের শুরু থেকে মুস্তাফিজকে পাচ্ছে না তারা।

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেও এখনো দেশে এসে পৌঁছায়নি বাংলাদেশ দল। আগামীকাল (রবিবার) সকাল সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ পৌঁছানোর কথা রয়েছে মোস্তাফিজুর রহমানদের।

দেশ আসার পরের দিন (৫ এপ্রিল) মুস্তাফিজ যাবেন ভারতে এবং সেখানে পৌছে ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইন মুক্ত হবেন ১৩ এপ্রিল। আর এদিকে আইপিএল শুরু হচ্ছে ৯ এপ্রিল থেকে।

রাজস্থান রয়্যালস তাদের প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে। সেই ম্যাচে রাজস্থান মুস্তাফিজকে পাচ্ছে না তা নিশ্চিতই টবে সম্ভাবনা আছে ২য় ম্যাচে পাবার। কারণ রাজস্থানের ২য় ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৫ এপ্রিল। 

কোয়ারেন্টাইন শেষ করেই মাঠে নেমে পড়া সহজ হবেনা ফিজের জন্য, প্রয়োজন আছে অনুশীলন আর যথেষ্ট পরিমাণ ম্যাচ ফিটনেসেরও।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ