Md Abul bashar - (Dinajpur)
প্রকাশ ০৩/০৪/২০২১ ০১:৩২পি এম

মসজিদে নববীতে যেতে পারবে না শিশুরা রমজানে

মসজিদে নববীতে যেতে পারবে না শিশুরা রমজানে Ad Banner

কভিড-১৯ সংক্রমণের পরিপ্রেক্ষিতে এবার রমজানে সৌদি আরবের মসজিদে নববীতে ১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে যাওয়ার অনুমতি দেয়া হবে না। মসজিদের তত্ত্বাবধানের সাথে জড়িত জেনারেল প্রেসিডেন্সির প্রকাশিত রমজান পরিকল্পনা অনুসারে শুক্রবার এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম। মাহে রমজান পরিকল্পনা অনুসারে এই বছরও মসজিদে কোনো এতেকাফের অনুমতি থাকছে না এবং পাশাপাশি তারাবির নামাজের সময় অর্ধেক কমিয়ে আনা ও নামাজ শেষ হওয়ার ৩০ মিনিট পরেই মসজিদ বন্ধ করে দেয়ার প্রস্তাব করা হয়েছে।

 আরো বলা বলা হয়, কেউ মসজিদে ইফতার করতে চাইলে শুধু পানি ও খেজুর নিয়ে ইফতার করতে পারেন। এছাড়া মসজিদে কোনো প্রকার ইফতার বিতরণ বা ইফতারের জন্য সমাগমের অনুমতি দেয়া হবে না। মসজিদ আঙ্গিনায় কোনো প্রকার সেহরির আয়োজন ও বিতরণের কোনো অনুমতি দেয়া হবে না।
শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ