About Us
Nazrul
প্রকাশ ০৩/০৪/২০২১ ০৫:২৮পি এম

করোনায় আক্রান্ত হলেন আলিয়া ভাট

করোনায় আক্রান্ত হলেন আলিয়া ভাট Ad Banner

গত সপ্তাহেই সদ্য করোনামুক্ত হয়েছেন 'বয়ফ্রেন্ড' রণবীর। আর এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী আলিয়া ভাট।  নিজেই সে কথা জানালেন ইনস্টাগ্রাম পোস্টে।

বৃহস্পতিবার ( ০১ এপ্রিল) সঞ্জয় লীলা বনশালির 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র সেটে একটি গানের দৃশ্যের শ্যুটিং সেরেছেন আলিয়া। সেই সময়ই তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। স্থগিত হয়ে যায় শ্যুটিংয়ের সমস্ত কাজ। 

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজের সেক্রেটারি অশোক দুবেকে আলিয়ার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন সঞ্জয় লীলা বনশালি প্রযোজনা সংস্থার প্রোডাকশন হেড চেতন।

এদিকে,  বৃহস্পতিবার মধ্যরাতে ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া লেখেন, 'ইতিমধ্যেই নিজেকে আইসোলেট করে ফেলেছি। বাড়িতেই আইসোলেশনে রয়েছি।' চিকিৎসকদের পরামর্শ এবং সরকারের তরফে জারি সমস্ত কোভিডবিধি মনে চলবার কথাও জানান আলিয়া।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ