যশোরে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
যশোরে মাস্ক না পরায় দুই ফার্মেসি ও এক ফলের দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার দুপুরের দিকে করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দীন জানান, করোনাভাইরাস সংক্রমণরোধে যশোরের বিভিন্ন স্থানে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করা হয়।
এ সময় স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ না করায় যশোর হাসপাতাল মোড়ের দুই ফার্মেসি নিপু ড্রাগ হাউজকে দুইশত ও জামান মেডিকোকে দুইশত টাকা জরিমানা করা হয়। একই অপরাধে এক ফল বিক্রেতাকে দুইশ টাকা জরিমানা করা হয়।