About Us
A. Jahan Ovee - (Dhaka)
প্রকাশ ০২/০৪/২০২১ ১১:৪৬পি এম

করোনাভাইরাসে আক্রান্ত চিত্রনায়ক রিয়াজ

করোনাভাইরাসে আক্রান্ত চিত্রনায়ক রিয়াজ Ad Banner

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক। বর্তমানে মুম্বাইয়ে এ সিনেমার শুটিং চলছে। সিনেমাটিতে তাজউদ্দীন আহমেদের চরিত্রে অভিনয় করার কথা রিয়াজের।

সিনেমাটির শুটিংয়ে অংশ নেওয়ার জন‌্য কোভিড-১৯ পরীক্ষা করালে তার ফল পজিটিভ আসে। গত ২৯ মার্চ তার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে।

এদিকে শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিংয়ে অংশ নিতে চলতি সপ্তাহে রিয়াজের মুম্বাই যাওয়ার কথা ছিল। করোনা পজিটিভ হওয়ায় আপাতত সেটি স্থগিত করেছেন বলে জানান তিনি।

রিয়াজ বলেন, ‘আগে সুস্থ হই। পরে শুটিং। সবার দোয়া চাই।’ 'বঙ্গবন্ধু’ বায়োপিকে  তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে রিয়াজের।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ