About Us
MD.MUKSADUR BISWAS - (Mymensingh)
প্রকাশ ০২/০৪/২০২১ ১১:৩২পি এম

আনা ফ্রাঙ্কের ডায়েরী

আনা ফ্রাঙ্কের ডায়েরী Ad Banner

বইয়ের নাম: আনা ফ্রাঙ্কের  ডায়েরী

লেখিকের নাম: আনা ফ্রাঙ্ক 

অনুবাদকের নাম: সুভাষ মুখোপাধ্যায় 

প্রকাশনী: সেবা প্রকাশনী 

১৩ বছর বয়সী একজন কিশোরী, যার চেনা পৃথিবীটা হঠাৎ করেই বদলে যেতে শুরু করে। অ্যানা ফ্রাঙ্ক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিষীকাময় অধ্যায়ের অনেক বড় একজন সাক্ষী। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনিশ্চিত দিনগুলোর কথা ডায়েরীতে লিখেছিল নিয়মিতভাবে।

সে সময়ের ভয়াবহ দিনগুলো এই কিশোরীর কলমের আঁচড়ে ডায়েরীর পাতায় ফুটে উঠেছে। ডায়েরিটা পড়ে কেঁদে কেটে আকুল হয়েছে গোটা পৃথিবীর মানুষ।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শুরুর পর যখন জার্মান নাৎসীবাহিনী ইহুদী হননে মেতেছিল, তখন আনা ফ্রাংকের পরিবার আমস্টারডামের একটি মৃত্যুকুপে ২৫ মাস লুকিয়ে থেকেও নাৎসীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারেনি। এই বন্দি জীবনের বর্ণনাই ছিল আনা’র ডায়েরিতে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ