৬ষ্ঠ ধাপের দ্বিতীয় পর্বে ভাসানচরে আরও ২১৪৭ রোহিঙ্গা
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গা স্থানাস্তরের ষষ্ঠ ধাপের দ্বিতীয় পর্বে আরও ২ হাজার ১৪৭ জন রোহিঙ্গা পৌঁছেছে। শুক্রবার (২ এপ্রিল) বিকেল ৩টায় নৌবাহিনীর ছয়টি জাহাজে করে তারা চট্টগ্রাম থেকে ভাসানচরে এসে পৌঁছে। এদের মধ্যে ৫৪৭ জন পুরুষ, ৬৩০ জন নারী ও ৯৭০জন শিশু রয়েছে।
ভাসানচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহে আলম জানান, ভাসানচরে আসার পর পরই রোহিংঙ্গাদের স্বাস্থ্য পরীক্ষা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। পরে তাদের নিয়ে যাওয়া হয় ওয়্যারহাউসে। সেখানে নৌবাহিনীর সদস্যরা তাদেরকে ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ধারণা দেয়। ওয়্যারহাউসে তাদেরকে দুপুরের খাবার খাওয়ানো হয়।এর পর পরই রোহিঙ্গাদের ভাসানচরের ক্লাস্টারে স্থানান্তর করা হয়।