About Us
Abdul Wadut
প্রকাশ ০২/০৪/২০২১ ০৬:০২পি এম

বগুড়ায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১১

বগুড়ায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১১ Ad Banner
বগুড়ায় নতুন করে করোনায় আরও একজনের মৃত্যু ও ১৯৫ নমুনার ফলাফলে নতুন করে ১১জন করোনায় শনাক্ত হয়েছেন। মৃত তপন কুমার (৪৫) শহরের নারুলি এলাকার বাসিন্দা। তিনি বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে মারা গেছেন।  আজ শুক্রবার (২ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। নতুন আক্রান্ত ১১জনের মধ্যে ১০জন সদরের,  বাকি একজন শেরপুরের বাসিন্দা। 

ডা. তুহিন জানান,  ১ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৯টি নমুনায় ১০জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ৬ নমুনায় একজনের পজিটিভ এসেছে।  তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ৪২৮জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৮৩৬জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৬৪জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩২৮জন।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ