About Us
prodip kumar goshwami - (Rangpur)
প্রকাশ ০২/০৪/২০২১ ০৫:৫৬পি এম

মিঠাপুকুরে পেরেকের আঘাত ক্ষতবিক্ষত পরিষদ চত্বরের বৃক্ষগুলো

মিঠাপুকুরে পেরেকের আঘাত ক্ষতবিক্ষত পরিষদ চত্বরের বৃক্ষগুলো Ad Banner

পেরেকের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে কাতরাচ্ছে মানুষের পরম বন্ধু মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরের বৃক্ষগুলো। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির  প্রচারনার সাইবোর্ড, বিলবোর্ড ও ফেস্টুন উপজেলা পরিষদ চত্বরের সবগুলো গাছে টানানো হয়েছে।

আর এতে ব্যবহার করা হয়েছে বড় বড় পেরেক। যারা একাজ করেছেন তারা সমাজের সচেতন মহল। বিশেষ করে রাজনীতিবিদদের ফেস্টুনই বেশি দেখা গেছে।

অথচ এই বৃক্ষ মানুষের পরম বন্ধু। শুধু অক্সিজেন দেয় না। বৃক্ষ মানুষ কে সব উজাড় করে  দেয়। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত গাছের যদি  এই হাল হয়, তাহলে অন্যান্য স্হানের গাছের কী অবস্থা হতে  পারে ভাববার বিষয়।  


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ