About Us
মোঃ ইমরান নাজির - (Dhaka)
প্রকাশ ০২/০৪/২০২১ ১০:২৭এ এম

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে আরও ১৪ জন আক্রান্ত হয়েছে

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে  আরও ১৪ জন আক্রান্ত হয়েছে Ad Banner

চুয়াডাঙ্গায় আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭২৮ জন। গতকাল বৃহস্পতিবার পাওয়া চুয়াডাঙ্গার ৪৬ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এদিন আরও ৪২ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। করোনাক্রান্তদের মধ্যে বর্তমানে ৫৩ জন চিকিৎসাধীন রয়েছেন। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। 

স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার ৪৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। ৪৬ জনের মধ্যে ১৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তাদের মধ্যে ১২ জন সদর উপজেলার এবং বাকি দুজন দামুড়হুদা উপজেলার। সদরের ১২ জনের ৯ জনই শহর এলাকার বাসিন্দা। সদর উপজেলায় আক্রান্ত ১২ জনের মধ্যে রয়েছে জেলা শহরের কলেজপাড়ার চারজন, ইমার্জেন্সি রোডের একজন, সুমিরদিয়া পাড়ার একজন, গুলশানপাড়ার একজন, দৌলাতদিয়াড়ের একজন ও সিনেমা হলপাড়ার একজন। এছাড়াও সদর হাসপাতালে চিকিৎসাধীন একজনসহ বর্ডারগার্ড হাসপাতালে রয়েছেন আরও দুজন। দামুড়হুদা উপজেলায় রয়েছে দামুড়হুদা মাদরাসাপাড়া ও দশমিপাড়ার দুজন। 

গতকাল পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭২৮ জন। এছাড়া করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জন। এর মধ্যে চুয়াডাঙ্গায় আক্রান্ত হয়ে ৪৭ জন, চুয়াডাঙ্গার বাইরে আক্রান্ত হয়ে ৫ জন মারা যান। সুস্থ হয়েছেন এক হাজার ৬২২ জন।  এদিকে, বর্তমানে চিকিৎসাধীন ৫৩ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রয়েছেন ১০ জন, বাড়িতে রয়েছেন ৫৩ জন। করোনার অস্তিত্ব পরীক্ষার জন্য গতকাল আরও ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। 

প্রসঙ্গত. শুধু চুয়াডাঙ্গায় নয়, দেশের অন্যান্য এলাকাতেও করোনা ভাইরাস ভয়াবহ আকারে সংক্রমিত হচ্ছে। বিশে^র অনেক দেশেই লকডাউন দিতে হয়েছে। বিশ^ মহামারী থেকে সুরক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে। এরপরও হাট বাজারে তেমন স্বাস্থ্যবিধি চলার নজির মিলছে না। ফলে ভাইরাস দ্রুত সংক্রমিত হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ