MD.MUKSADUR BISWAS - (Mymensingh)
প্রকাশ ০২/০৪/২০২১ ০২:৩১এ এম

ময়মনসিংহে অটোরিকশা চালককে হত্যা

ময়মনসিংহে অটোরিকশা চালককে হত্যা Ad Banner

ময়মনসিংহে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত কয়েকদিনে বেশ কয়েকটি অটোরিকশাটি ছিনতাইয়ের ঘটনা গটেছে ময়মনসিংহে। নিহত নাজমুল ইসলাম (২৫) উপজেলার ভালুকজান গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। 

বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়িয়ার রাঙ্গামাটিয়া টানপাড়ায় এ হত্যাকাণ্ডের পর স্থানীয়রা ধাওয়া করলে ছিনতাইকারীরা অটোরিকশাটি ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছেন ফুলবাড়িয়া থানার ওসি আজিজুল হক। 

ওসি আজিজুল বলেন, বৃহস্পতিবার দুপুরে নাজমুলের ব্যাটারি চালিত অটোরিকশায় তিনজন যাত্রী বেশে ওঠে।  অটোরিকশায় তাদের নিয়ে রাঙ্গামাটিয়া টানপাড়ায় গেলে রাস্তায় কোনো লোকজন না থাকার সুযোগে পেছন থেকে ছুরি দিয়ে নাজমুলের (অটোচালক)গলাকেটে রাস্তার পাশে ফেলে দেয় ছিনতাইকারীরা।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ