পিরোজপুরে জেলা ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল
পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ মোঃ হাবিবুর রহমান মালেক ও তার পরিবারের সদস্যদের শারিরীক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এশা বাদ দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে জেলা ব্যবসায়ী সমিতির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান শেখ আলম, সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, সহ-সম্পাদক আমিরুল ইসলাম মিরন, উপজেলা চক্র ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত হোসেন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহমুদুল হাসান।