রায়পুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পৌরশহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান হয়েছে। মাস্কবিহীন ব্যবসা পরিচালনা ও পথচারীদের নাকে মুখে মাস্ক না থাকায় ২১শ টাকা অর্থদন্ড করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিন চৌধুরী। এসময় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয় বিনামূল্যে।
পাশাপাশি লাইসেন্সবিহীন এবং বিক্রয় নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে ও শহরের ভেতর নিষিদ্ধ ট্রলি চলাচল অব্যাহত থাকায় ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে জাটকা মাছ পরিবহন করার অভিযোগে এক জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উদ্ধারকৃত ৫ কেজি জাটকা ইলিশগুলো রায়পুর উপজেলার দুটি এতিমখানা ও মাদ্রাসাসহ দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবরিন চৌধুরী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।