About Us
Ranajit Kumar Barman
প্রকাশ ০১/০৪/২০২১ ০৭:০৯পি এম

শ্যামনগরে মাস্ক পরিধান নিশ্চিতকরণে ইউএনওর মোবাইল কোর্ট

শ্যামনগরে মাস্ক পরিধান নিশ্চিতকরণে ইউএনওর মোবাইল কোর্ট Ad Banner

করোণা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করণ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইলকোট পরিচালনা করা হয়। মোবাইলকোট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী।

মোবাইলকোর্টে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় বিভিন্ন ব্যাক্তিকে অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ১০টি মামলায় ৫ হাজার ৯শত টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং যাদের মাস্ক নেই তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী বলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশনায় মোবাইলকোর্ট পরিচালিত হয়।

তিনি আরও বলেন করোনা পরিস্থিতি উদ্বেগজনকভাবে বৃদ্ধির কারণে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে সকল ধরনের জনসমাবেশ (যেমন ইসলামী জলসা, নামযজ্ঞ, সভাসমিতি ইত্যাদি) আয়োজন আপাতত আগামী ১৫ দিনের জন্য সম্পূর্ণরুপে বন্ধ থাকবে। পর্যটন, বিনোদনকেন্দ্র,সিনেমাহল, জনসমাগম করে খেলাধূলার আয়োজন, কোন উৎসবের আয়োজন এর আওতায় আসবে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ