--বায়েজিদ চাষা
মহাপ্রস্থানের নিকটবর্তী সময়
যখন তারা হবার ক্ষণ আগত
তখন,দেখছি একটি তেলরং চিত্র,
একজোড়া চঞ্চল হরিণ চোখ,
তার অব্যক্ত কথা শুনছি হৃদয় দিয়ে ৷
জনসমুদ্রের ভীড় থেকে এসে
একজনই শুধু অপেক্ষা করছে,
যদি শেষ মুহূর্তে আমার ডাক না আসে
তবে আমাকে সাথে নিয়ে ফিরবে
সে আমার প্রিয়তমা,আমার ভালোবাসা ৷
কয়েকটি আত্মা এসে ভীড় করেছে
মহাকালের ডাক আসলে
আমাকে সাথে নিবে বলে ৷
ওঁরাও আমার পরিচিত ,
ওঁদের কাছেই আমার জন্মঋণ ৷
উৎসুক জনতা শেষ দেখা দেখে গেছে,
পাখিরা এসেছিল,দখিনা বাতাস এসেছিলো,
ফুলেরা সুবাস পাঠিয়ে বিদায় জানিয়েছে ৷
ঝিঁঝিঁপোকা তার শেষ সংগীত শুনিয়ে গেছে,
জোনাকি দেখিয়েছে তার শেষ সৌন্দর্য্য ৷
অথচ বিশাল আকাশ,
বাতাসকে সংকুচিত করছে
যেন আর নিঃশ্বাস না নিতে পারি ৷
আর
শুধু সে আসেনি,
শেষ মুহূর্তে যাকে বিশ্বস্ত ভেবেছিলাম ৷