শ্বাসকষ্ট সমস্যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) হঠাৎ করেই তার অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হেয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ১৬ মার্চ রিজভীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি ১৭ মার্চ থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। রুহুল কবির রিজভীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।