আড়ালে থাকা আমাদের আরো অনেক জাতীয় নায়ক, জাতীয় বীর ছিলেন, আছেন তাদের সম্পর্কে আমরা কতোটুকুইবা জানি। তাদের মহৎ কাজ বা ত্যাগের কতোটুকুইবা সম্মান আমরা জানাতে পেরেছি। যদিও মহৎ প্রাণেরা খ্যাতি বা সম্মানের জন্য মহৎ কাজ করেন না। তারা যুগে যুগে এসেছেন আরো আসবেন। তারা আসেন বলেইতো পৃথিবী এতো সুন্দর! আর আমরা শুধু বিরোধ ভেদাভেদ তৈরী করেই আনন্দ খুঁজে বেড়াই। আসলেই কি বিরোধ ভেদাভেদের মাঝে কোন সুখ বা আনন্দ আছে? যারা জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আমাদের উপহার দিয়েছে গেছেন একটি জাতী, একটি দেশ, একটি পতাকা, আজ তারা অনেকেই মৃতপ্রায়, আবার কেঊ ঘুমিয়ে আছেন, এই পবিত্র ভূমিতে। অনেক স্বপ্ন নিয়ে একদিন তারা আমাদের জন্য একটি মানচিত্র দিয়ে গেছেন। আমরা আজ সেই মানচিত্রের পরিচর্যা কতটুকুইবা করতে পেরেছি। আমাদের আত্মা মৃত নাকি আমরা আজ ঘুমিয়ে? এবার আমাদের জাগতে হবে, আমাদের জাগাতে হবে সবাইকে, আমাদের পিতাদের স্বপ্ন পূরণের জন্য, সুন্দরের জন্য, মানচিত্র ও পতাকার মান সমুন্নত রাখার জন্য। নিজের পীড়াকে আপন করে শক্তিহীন হওয়া ছাড়া কোন লাভ নেই বরং সমগ্র সমাজের পীড়াকে নিজের পীড়া হিসেবে নিয়ে সমাধান করতে পারলেই আসবে আত্মার আসল শক্তি, সমাজের সকলের মুক্তি। জয় হোক সত্যের, জয় হোক সুন্দরের, জয় হোক মানবতার।