About Us
Mehedi Hasan Pial - (Dhaka)
প্রকাশ ০১/০৪/২০২১ ১২:৪৭পি এম

গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন বিএসএমএমইউ নতুন ভিসি

গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন বিএসএমএমইউ নতুন ভিসি Ad Banner

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবনিযুক্ত ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ আজ (১ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে দুপুর ১২টায় ‘করোনা পরিস্থিতি : বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সাংবাদিক সম্মেলনে তিনি সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন। ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার পর এটিই গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রথম সাক্ষাত। 

বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এর আগে বিএসএমএমইউয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।  করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ