About Us
MD.KAMRUZZAMAN SOHAG - (Kushtia)
প্রকাশ ০১/০৪/২০২১ ১২:২০পি এম

রণবীর কাপুর বাদ, রণবীর সিংয়ের সঙ্গে প্রেম করছেন আলিয়া

রণবীর কাপুর বাদ, রণবীর সিংয়ের সঙ্গে প্রেম করছেন আলিয়া Ad Banner

বলিউডের তারকা প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের প্রেমের খবর সকলের জানা। অন্যদিকে বলিউডের সফল তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এই দম্পতির কেমিস্ট্রি সকলের নজর কেড়েছে। শোনা যাচ্ছে, রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে রণবীর সিংয়ের সঙ্গে প্রেমে মজেছেন আলিয়া!  এই সম্পর্কের ঘটক হিসেবে আছেন করণ জোহর।

তিনি একা নন, তার সঙ্গে যুক্ত আছে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান।  সমীকরণ দাঁড়ায়, রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকার স্বামীর সঙ্গে তার বর্তমান প্রেমিকা সম্পর্কে জড়িয়েছেন। আর এই সম্পর্কের কলকাঠি নাড়ছে করণ জোহর। এতটুকু ঠিক থাকলেও এই গ্যাড়াকলে ইব্রাহিম কীভাবে জড়ালো সেটি পরিষ্কার নয়। পুরো ঘটনাটি শুনতে অবাক লাগছে? অবাক হওয়াটাই স্বাভাবিক। তবে পুরো ঘটনাটি বাস্তবে নয়, পর্দায়।  করণ জোহরের আগামী ছবির জন্য জুটি বাঁধছেন রণবীর সিং ও আলিয়া ভাট।

এই সিনেমায় করণ জোহরের সহ-পরিচালক হিসেবে থাকছেন ইব্রাহিম। সবকিছু ঠিক থাকলে আগামী জুন-জুলাই থেকেই শুরু হবে রোমান্টিক কমেডি ঘারানার এই সিনেমার দৃশ্যধারণ।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

Md Rony Sheikh - (Dhaka)
প্রকাশ ১৯/০৪/২০২১ ০৪:৩০পি এম