About Us
Golam Rabbani - (Naogaon)
প্রকাশ ৩১/০৩/২০২১ ০৯:১৬পি এম

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় আবারো একজনের মৃত্যু

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় আবারো একজনের মৃত্যু Ad Banner

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়ন বাজার সংলগ্ন এলাকায় এনামুল ইসলাম নামের একজন ব্যক্তির মৃত্যু হয়েছে।

৩১মার্চ ২০২১ইং তারিখ বুধবার সকালে পাটিচড়া বাজারের পাশে গায়ের চাদর ভটভডি গাড়ির চাকার সঙ্গে অজান্তে জড়িয়ে গলায় ফাঁস লেগে এই ঘটনাটি ঘটে। মৃত আবু তায়ের মন্ডল আলমপুর ইউনিয়নের সেলিমপুর গ্রামের ছেলে এনামুল ইসলাম। বয়স আনুমানিক ৬০বছর। 

মাছের ব্যবসা জনিত কারণে ধামইরহাট থেকে তার নিজ পুকুর থেকে মাছ নিয়ে পত্নীতলা বাজারে বিক্রয় করার উদ্দেশে রওনা হন। গাড়ির পিছনে বসার স্থান না হওয়ায় ভটভডির চালকের পাশের আসনে বসে যাচ্ছিলেন মাছ নিয়ে। পথের মধ্যে পত্নীতলার পাটিচড়া বাজারের পাশে পৌছার সাথে সাথে তার গায়ের চাদরটি চাকার সঙ্গে জড়িয়ে গলায় ফাঁস লাগে। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  নিহত পরিবারে নেমে আসে শোকের ছায়া। এমন মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়েও বইছে শোকের ছায়া।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ