মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে অরিত্র বিশ্বাস নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে নিত্যানন্দপুর গ্রামের পল্লী চিকিৎসক দেবদাস বিশ্বাসের ছেলে।
গতকাল মঙ্গলবার বিকেল ৫ টার দিকে নিত্যানন্দপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় ঔষধ ব্যবসায়ী সুমন কর্মকার জানান, এ দিন বিকেলের দিকে শিশু অরিত্র বাড়ির উঠানের টিউবয়েলের পাশে খেলা করছিল। এসময় টিউবওয়েলের সাথে লাগানো বৈদ্যুতিক মোটর (সেচ পাম্প)-এর তারে অসাবধানবশত অরিত্রের হাতের স্পর্শ লাগলে, মারাত্মক ভাবে আহত হয়।
এ সময় শিশুটির আত্মীয় স্বজনরা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, শিশুটি মারা গেছে এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।