এইচএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা ফেরত পাবেন শিক্ষার্থীরা
করোনা মহামারীর কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার কারণে ফরম পূরণের আংশিক টাকা ফেরত পাবেন শিক্ষার্থীরা।
আজ ৯ মার্চ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে শিক্ষার্থীদের এ টাকা বিতরণ শুরু করা হয়েছে।
৮ মার্চ সোমবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচ এস সি পরীক্ষার ফরম পূরণ বাবদ জমাকৃত অর্থের চেক বোর্ডের হিসাব শাখা ১নং ভবনের, তৃতীয় তলায়, কক্ষ নং ২০৮ থেকে বিতরণ করা হবে। শুধু সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা দায়িত্বপ্রাপ্ত কোন শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িত সহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের ওই চেক অফিস চলাকালীন সময় গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে আবেদন পত্রে গভর্নিং বডির সভাপতি বা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। চেক গ্রহণের পর তাতে কোন ধরনের ভুল ত্রুটি পরিলক্ষিত হলে ৭ কর্মদিবসের মধ্যে হিসাব শাখা থেকে সংশোধন করে নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ৩০ জানুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষার মূল্যায়নের ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার ঘোষণা করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ৩১ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের ১৫৮ তম সভায় শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।