পানি সংকটে চুনারুঘাট বাসী
হবিগঞ্জের চুনারুঘাটের পৌরশহর সহ উপজেলার বিভিন্ন এলাকায় বেশিরভাগ সেচ স্থাপনের কারণে পানির ওয়াটার লেবেল নিচে নেমে গেছে। যার দরুণ টিউবওয়েলে পানি উঠছে না। হাজার হাজার পরিবার খাবার পানির সমস্যায় ভুগছেন। এলাকার সাধারণ মানুষের টিউবওয়েল পানি না থাকার জন্য সেচ স্থাপনাদের দায়ী করছেন।
পানি দুর্ভোগী মানুষ মনে করেন, খোয়াই নদী পাশে। নদী থেকে জমিতে সেচের পানি দিলে টিউবওয়েল ওয়াটার লেবেল ঠিক থাকবে। মানুষের খাবার পানির সমস্যা দূর হবে। অন্যদিকে জমিতে পানির চাহিদা মিটবে। সেচ স্থাপনার পাম্পের পানিতে আয়রন থাকায় জমিতে ফসল উৎপাদন কম হয় বলে মনে করেন কৃষক ।
চুনারুঘাট উপজেলার কৃষি কর্মকর্তা যদি নদী থেকে পানি সেচের ব্যপারে সরকারি কোনো পদক্ষেপ নেন তা হলে বড় ধরনের দুটি সমস্যা - সেচ ও পানি সংকট সমাধান হবে বলে মনে করেন এলাকাবাসী এবং খাবার পানি বঞ্চিত মানুষ।