ইতিহাস সৃষ্টিকারী বইমেলা গফরগাঁওয়ের শাঁখচূড়ায় ঐতিহ্যবাহী মুসলেহ্ উদ্দিন ফাউন্ডেশন এর রজত জয়ন্তী উপলক্ষে হতে যাচ্ছে আগামীকাল ৫ মার্চ। ৮০%ছাড়ে বিক্রি হবে নতুন বই। শুধু তাই নয় সাথে থাকছে নানা আয়োজন।
থাকবে দেশের প্রথম সারির প্রকাশনী - বাংলা একাডেমি,অন্যপ্রকাশ,সময়, কথা প্রকাশ,পাঠক সমাবেশ, চারুলিপি,অয়ন, নির্ণায়ক,ইসলামি ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের হাজার হাজার বইয়ের সমাহার ঘটবে এই মেলায়। থাকছে ; চিরায়ত, জীবনীগ্রন্থ, ইসলামিক বই, কবিতা, গল্প, উপন্যাস এবং শিশুতোষ গল্প, ছড়া ও কবিতার বইসহ আরও স্বাদের গ্রন্থরাজি।
বঙ্গবন্ধু কর্ণার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা সমগ্র- "অসমাপ্ত আত্মজীবনী"," আমার দেখা নয়াচীন",কারাগারে রোজনামচা", ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বই। ইতিহাস ও ঐতিহ্য সম্বৃদ্ধ বাংলার আনুষাঙ্গিক বইয়ের সমাহার।
জব কর্ণার: চাকরি প্রত্যাশীদের সাফল্য বয়ে আনতে -বাংলাদেশ, বিশ্ব পরিচিতি, বিসিএস,ব্যাংক, প্রাইমারী স্কুলসহ সকল চাকরির জ্ঞান তত্ত্বমূলক বই থাকছে এ বইমেলায়।
দিনব্যাপী বইমেলার আয়োজনের সাথে থাকবে পিঠা উৎসব। হরেক রকমের পিঠার ডালা নিয়ে বসবে গ্রামীণ পিঠাশিল্পীরা। গ্রাম বাংলার ঐতিহ্য সম্বৃদ্ধ অতীত জীবনে ফিরে যেতে থাকছে বিভিন্ন পিঠার আমেজ।
মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,ওজন পরিমাপ, ডায়াবেটিস ও প্রেসার নির্ণয় সহ প্রাথমিক সেবা দিতে থাকছে "বিডি মেডিকেল ক্যাম্প "। এখানে আরো সেবা দেওয়ার জন্য থাকছে নিরাপদ পানির ব্যবস্থা, দূর দূরান্ত থেকে আসা সকল বই প্রেমীদের বহনকৃত ব্যাগ নিরাপদে সংরক্ষণ।
বিকেলবেলা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশীয় সঙ্গীত শিল্পীদের সুরের মূর্ছনায় প্রাণবন্ত হয়ে উঠবে শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ।এ ছাড়াও দেশের বহু খ্যাতনামা লেখক,কবি, নির্মাতা, সাংবাদিক, মিডিয়াব্যক্তিত্ব এবং গুণীজনদের উপস্থিতি থাকবে।