About Us
Rakib Monasib
প্রকাশ ০৩/০৩/২০২১ ০৫:২১পি এম

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৬১৪ ও মৃত্যু ৫

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৬১৪ ও মৃত্যু ৫ Ad Banner

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ জন। এখন পর্যন্ত মারা গেছেন আট হাজার ৪২৮ জন।

একই সময়ে অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে মোট ১৬ হাজার ৪১৪টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ৬১৪ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার তিন দশমিক ৭৪ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে পাঁচ লাখ ৪৭ হাজার ৯৩০ জনে দাঁড়াল।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে চার জন পুরুষ ও একজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে পাঁচ জনেরই বয়স ষাটোর্ধ্ব।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৯৩৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৯৯ হাজার ৬২৭ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৪০ লাখ ৮৯ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১৮ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ