মুশতাকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা হয়নি
কারাগারের ভেতরে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তরুন কান্তি শিকদারের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের কমিটির প্রতিবেদন দাখিলের কথা ছিল বুধবার।
কিন্তু তদন্ত প্রতিবেদন চূড়ান্ত না হওয়ায় সেটি জমা দেয়নি কমিটি।
কমিটির প্রধান তরুণ কান্তি শিকদার বলেন, আমরা কাজ করছি। আজকের (বুধবার) মধ্যে জমা দেয়ার ইচ্ছে আছে। তবে কখন জমা দেব সেটা নিশ্চিত করে বলা যাবে না। আগে কাজ শেষ হোক।'
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তদন্ত কমিটি তাৎক্ষণিকভাবে হয়েছিল। পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি আমাদের মন্ত্রণালয় থেকে করে দেয়া হয়েছে। সেটার রিপোর্টটা অফিশিয়ালি এখনো আসেনি।'
আগামীকাল তদন্ত প্রতিবেদনটি জমা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, 'কালকে আসবে, আমরা আশা করছি।'
তদন্ত প্রতিবেদন নিয়ে গণমাধ্যমকে জানানো হবে বলেও নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।