মাদারীপুরে যাবেন মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের গণ সমাবেশের জন্য প্রস্তুত মাদারীপুর। আর এ সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মাদারীপুরে যাবেন দলটির মহাসচিব আল্লামা মামুনুল হক।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার নেতারা।
বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা হাবিব আহম্মেদ চৌধুরী জানান, নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাদারীপুরে আসবেন। বৃহস্পতিবার পৌরসভার ঈদগাহ মাঠে বক্তব্য রাখবেন। গণ সমাবেশে শুধু মাদারীপুর জেলারই নয়, আশপাশের শরিয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও বরিশাল জেলার সাধারণ মানুষ ও মুসল্লীরা অংশ নেবেন। এতে ১০-১৫ হাজার মানুষের সমাগম হতে পারে। তাদের নিরাপত্তায় ইতোমধ্যে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। গণ সমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে মঞ্চ।
বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা হাবিব আহম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা মেজবাউল ইসলাম, সহসভাপতি মাওলানা সালমান ফরিদী, সাধারণ সম্পাদক মুফতী নোমান আল হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কালিমুল্লাহ জামিল, পৌর শাখার সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, শ্রমিক মজলিদের সদস্য সচিব আলী আহম্মেদ শাহীনসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।