mukramin khan
প্রকাশ ২৪/০২/২০২১ ০২:২০পি এম
তাড়াইল এনায়েত সুপার মার্কেটের দুর্ধর্ষ চুরি
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলায় এনায়েত সুপার মার্কেটের বর্ষা টেলিকম মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৩) ফেব্রুয়ারি দিবাগত রাতে মার্কেটটির চালের টিন কেটে অবস্থিত স্মার্ট মোবাইল এ চুরির ঘটনা ঘটে। একই সাথে রাইয়ান ইলেকট্রনিক্স এর দোকানে নগদ অর্থ সহ দামি পণ্যগুলো চুরি করে নিয়ে যায় ।
বর্ষা টেলিকম এর দোকানের মালিক আনোয়ার হোসেন সেনা ভূইয়া জানান । দোকানে চোরেরা দোকানে টিনের চাল কেটে নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মোবাইল ফোন নিয়ে গেছে।
ভুক্তভোগি মালিক মোঃ। আনোয়ার হোসেন সেনা ভূইয়া বলেন আমাকে সর্বস্ব করে দিয়েছেন এই ৫ লক্ষাধিক টাকার ক্ষতি কাটিয়ে উঠতে আমার পক্ষে অসম্ভব।
খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগেও মার্কেটের কয়েকটি দোকানে চুরি সংগঠিত হয়েছে বলে জানা গেছে। এ দিকে মার্কেটে নৈশপ্রহরী থাকার সত্ত্বেও বিভিন্ন দোকানে প্রায় ৩ বার চুরি সংগঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নানা রহস্যের সৃষ্টি হয়েছে।
আনোয়ার হোসেন ভূঁইয়া সেনা মিয়া জানান, মঙ্গলবার রাত্রে সকালে দোকান খুলে দেখা যায় ভিতরে এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং উপরের বোর্ডের সিলিং কাঠা চোরেরা দোকানের ক্যাশে থাকা নগদ টাকা ও বেশ কয়েকটি মূল্যবান মোবাইল নগদ অর্থ সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে ।
তাড়াইল থানার ওসি মুজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।