Md Abir Ahmed
প্রকাশ ২৪/০২/২০২১ ১২:০৪পি এম
আফগান লেগ স্পিনিং অলরাউন্ডার রশিদ খান জাতীয় দলের জন্য মাত্র ২ ম্যাচ খেলেই বিদায় বলেছেন এবারের পাকিস্তান সুপার লিগকে (পিএসএল)।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবেন সংযুক্ত আরব আমিরাতে। ২ মার্চ শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ।
সিরিজ শেষ হতে হতে শেষের প্রহর গুনবে পিএসএলও। রশিদের তাই এবার আর কোনো ম্যাচ খেলার সুযোগ নেই।এবারই প্রথম পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলছেন রশিদ। তাকে নিয়ে উন্মাদনাও ছিল অন্যরকম। দুই ম্যাচের একটিতে আলোও ছড়িয়েছেন।
জাতীয় দলের দোহাই দিয়ে অবশ্য পিএসএলে না আসলেও পারতেন। তবে নিজের প্রতিশ্রুতি রক্ষা করে খেলতে এসেছেন কোয়ারেন্টিনের ঝক্কি-ঝামেলা পোহানো সত্ত্বেও।তবে এবার ২ ম্যাচ খেলেই থামছে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে রশিদের যাত্রা। আরেক বড় তারকা ক্রিস গেইল জাতীয় দলের জন্য পিএসএল ছেড়েছেন সাময়িকভাবে। তবে রশিদকে ছাড়তে হয়েছে লম্বা সময়ের জন্যই, এ আসরেই আর অংশ নেওয়া হবে না তার।
এক টুইট বার্তায় রশিদ বলেছেন, ‘খুব অল্প সময়েই পিএসএল ছেড়ে যেতে হচ্ছে।
জাতীয় দায়িত্বে যোগ দিতে হবে। দারুণ সমর্থন ও ভালোবাসার জন্য লাহোর কালান্দার্স ও সমর্থকদের ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী বছর দেখা হবে।’