"কব" হবিগঞ্জ টিমের পিঠা উৎসব
আজ ২৩ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সকাল ৯ টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলাধীন বাগুনীপাড়া গ্রামে "কব" এর পিঠা উৎসব সম্পন্ন হয়।
কন্ট্রিবিউশন ফর বাংলাদেশ টিম হবিগঞ্জের সকল মেম্বারদের উপস্থিতে, জাঁকজমকপূর্ণ এক মাহিন্দ্রক্ষণ অনুষ্টানের মধ্য দিয়ে "কেক ইন্ডলেস" এর সহযোগিতায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়া গ্রামে মাদরাসাতুল মদিনার শিক্ষার্থীদের মাঝে আনন্দ ভাগাভাগির মাধ্যমে সম্পন্ন হয়েছে কন্ট্রিবিউশান ফর বাংলাদেশ (কব)'র পিঠা উৎসব।
এদিকে কোয়াশায় ঘেরা সকালে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন "কব" হবিগঞ্জের টিম লিডার জনাব নাসির হোসাইন তানভীর। এরপরে মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে পিঠা উৎসব শুরু হয়। এতে সহযোগিতা করে কেক ইন্ডলেস নামে একটি অনলাইন কেক প্রতিষ্ঠান।
এবং পুরো অনুষ্টান জুরে সহযোগিতা করেন লায়ন ক্লাব নামে একটি স্থানীয় সামাজিক সংগঠন। সমাজকর্মী তাসলিমা আক্তার বলেন এরকম মহৎ কাজে নিজেকে জড়িত পরতে পেরে আমি আনন্দিত।