sachchida nanda dey
প্রকাশ ২৩/০২/২০২১ ১১:৩৬পি এম
আশাশুনির বুধহাটার বাড়ীতে ও দোকানে চুরি
আশাশুনি উপজেলার বুধহাটায় এক বাড়িতে দিবালোকে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনের বেলায় এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের পিছনে ও কেজি স্কুলের পাশে মৃত নূর আলী মুন্সির পুত্র আনারুলের বাড়িতে মঙ্গলবার দিনের কোন এক সময় চুরির ঘটনা ঘটেছে।
সৌদি আরব থেকে দেশে ফিরে বাড়িতে ১ লক্ষ ৭ হাজার টাকা রেখেছিল তারা। মঙ্গলবার সকাল ৯ টার দিকে বাড়ির লোকজন আত্মীয়ের বাড়ি ও বিভিন্ন কাজে বাইরে গেলে এ সুযোগে চোরেরা ঘরের দরজার শাবল দিয়ে ভেঙ্গে আলমারীতে থাকা টাকাচুরি করে নিয়ে যায়।
তারা বিকাল ৩ টার দিকে বাড়িতে ফিরে চুরির ঘটনা জানতে পারেন।অপর দিকে বুধহাটা বাজারের তরকারী বাজারের মুদি ব্যবসায়ী হারান চন্দ্র বিশ্বাসের দোকানে টিনের চাল কেটে প্রায় বিশ হাজার টাকার মালামাল নিয়ে গেছে সোমবার রাতে।