সুষ্টু নিরপেক্ষ নির্বাচনের দাবীতে আগামী ২৭ ফেব্রুয়ারী খুলনার সমাবেশ সফল করার লক্ষ্যে ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ফেব্রুয়ারী) বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আঃ আজিজ মোড়ল।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম।
বক্তব্যদেন শফিকুল ইসলাম খান,মোল্যা আবুুল কালাম, মোল্যা মশিউর রহমান, শেখ মাহাবুুর রহমান, দেলোয়ার হোসেন,গাজী আঃ রব, খান আবুুল কালাম,পারভেজ গাজী,শেখ সোহরাব হোসেন, সোহরাব হোসেন খান, মোঃ আরিফ হোসেন,হাফেজ মতিয়ার রহমান, খান ওলিয়ার রহমান, টুটুল কুন্ডু,জাহাতাব গাজী, জোনাব আলী ঢালী, শেখ রফিকুল, সরদার মুজিবর,নজরুল হালদার,সরোয়ার মোড়ল,গোলাম রসুল, বাবু মুনশি, আ: হাই, আমজাদ গাজী, মোকবুল হোসেন, গাজী মনিরুল, আমিনুর রহমান,আনিস শেখ, আ: হালিম, নন্দ বিশ্বাস, অচিন্ত্য, নিতাই দাস, সুমঙ্গল দাস, নিরাপদ দাস;
নিখিল দাস, শেখ আবু সাঈদ, হাফিজুর রহমান, আতিয়ার রহমান, আবু তালেব, রিপন হালদার, মোশাররফ হোসেন, আঃ কাদের, আনারুল গাজী, আনিস খান, রেজা খান, রানা গাজী, আঃ রজ্জাক,জিয়াউর রহমান প্রমূখ। সভায় কর্মসূচি সফল করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের উপস্হিত থাকার আহবান জানানো হয়।