আশাশুনির কাদাকাটিতে পিপিইপিপি প্রকল্পের অবহিতকরণ সভা
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে পিপিইপিপি প্রকল্পের ইউনিয়ন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কাদাকাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে উন্নয়ন প্রচেষ্টার সহায়তায়, পিকেএসএফ এর বাস্তবায়নে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দিপ।
টেকনিক্যাল অফিসার রাজিয়া সুলতানার সঞ্চালনায় সভায় ইউপি সচিব মঞ্জুরুল ইসলাম, মেম্বার বাবু, গোলাম মোস্তফা, হরেকৃষ্ণ মন্ডল, শাশ্বতি সরকার, কাকলি সরকার, আয়ুব আলি, অনুকূল চন্দ্র বাছাড়, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।