Md mehedi Hasan
প্রকাশ ২৩/০২/২০২১ ০৬:৪৫পি এম
নদীতে গোসল করতে নেমে সেনাবাহিনীর ক্যাডেট নিহত
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের চুনিমিঝিরটেক গ্রামের বেলুমালের বাড়ীর আনোয়ার হোসেন এর একমাত্র পুত্র আসিফ হোসেন।
সে সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিযুক্ত ছিলেন।
গতকাল সোমবার দুপুর বেলা আনোয়ারা উপজেলার পার্কি সীবিচে ট্রেনিং করতে নেমেছিলো। কিন্তু তার সাথের সাথীরা সাঁতার কেটে ফিরে আসলেও, সে ফিরে আসতে পারেনি।
পরে সেনাবাহিনীর পক্ষ থেকে খোঁজ চালিয়ে আজ মঙ্গলবার দুপুর ১২:৩০ নাগাদ তার লাশ পাওয়া যায় (ইন্নালিল্লাহি_ওয়া_ইন্না_ইলাহি_রাজেউন)।