Manir Ahmed Azad
প্রকাশ ২৩/০২/২০২১ ০৫:৫২পি এম
চট্টগ্রাম সিটি মেয়র'র সাথে এমপি ড.নদভীর সৌজন্য সাক্ষাৎ
নবনির্বাচিত চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি মেয়র কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে পারস্পরিক কূশল বিনিময় ছাড়াও চট্টগ্রাম মহানগরীর উন্নয়ন ও পরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার বিষয়ে উভয়েই মতবিনিময় করেন।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।
তিনি ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।