Md. Jillur Rahman Russell
প্রকাশ ২৩/০২/২০২১ ০৫:২৩পি এম
ফরিদপুরে অস্ত্র ও ইয়াবাসহ ডাকাত গ্রেফতার
ফরিদপুরে অস্ত্র ও ইয়াবাসহ আন্তজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯.১৫ টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর এলাকা হতে বিপ্লব ওরফে বিপুল(৩২) নামের ঐ ডাকাতকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, এস আই মাহাবুল করিমের নেতৃত্বে পুলিশের একটি টিম ভাটি কানাইপুর এলাকায় চেকপোস্টে ডিউটি কালীন আসামী কোতোয়ালি থানাধীন করিমপুর নিবাসী আলিমুদ্দিন শেখ এর পুত্র বিপ্লব ডাকাত ওরফে বিপুলকে আটক করা হয়।
এ সময় তার কাজ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও বায়ান্ন পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আসমীর বিরুদ্ধে মৌলভীবাজারসহ ফরিদপুরের বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন মামলা আছে।
তার বিরুদ্ধে অস্ত্র মামলায় ইতিপূর্বে ১০ বছর সাজা ঘোষণা হয়েছে।আসামীর বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় পৃথক ০২ টি মামলা রুজু হয়েছে।