Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২৩/০২/২০২১ ০৫:১১পি এম

নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন নুসরাত!

নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন নুসরাত! Ad Banner

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানকে ডিভোর্সের নোটিশ দিয়েছেন স্বামী নিখিল জৈন। তবে বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চান না নিখিল। যা বলার পরে বলবেন বলে জানিয়েছেন তিনি। 

এদিকে গুঞ্জন উঠেছে এখনো নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন নুসরাত। এমনকি বর্তমান প্রেমিক যশের সঙ্গে ডেটিংয়ে গেলেও নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে এখনো কোনো আপত্তি তোলেননি নিখিল। 

নিখিলের পাঠানো ডিভোর্স নোটিশের বিষয়ে এখনো কোনো জবাব দেননি নুসরাত। দেখা যাক শেষ পর্যন্ত নুসরাত কীভাবে পরিস্থিতি সামাল দেন। তবে নিখিলের এই সিদ্ধান্তের ফলে যশ-নুসরাতের সম্পর্ক আরও গাঢ় হবে বলে ধারণা নেটিজেনদের। 

উল্লেখ্য, ভালবাসা দিবসের দিন আকারে ইঙ্গিতে নিখিল বলেছিলেন, নুসরত বদলে গেলেও তিনি একই রকম আছেন। কিন্তু অবশেষে বাধ্য হয়েই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন।

মনে করা হচ্ছে, বিচ্ছেদের পর নুসরাত নিখিলের মোটা টাকা খোরপোষ দাবি করবেন। কারণ তার অতীতের সম্পর্কেও একই রকম ইতিহাস জানা যায়। বিয়ে না করলেও, বিচ্ছেদের সময় প্রেমিকদের সঙ্গে অনেক টাকার আদানপ্রদান হয়েছিল। 

ইনস্টাগ্রাম বলছে, নুসরাতের সঙ্গে সম্পর্কের তিক্ততা থাকলেও, তার বোন নুজহাত জাহানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন নিখিল। তবে কি এই বিচ্ছেদ আরও গাঢ় করবে যশ-নুসরাত সম্পর্ক? সময়ই হয়তো সব বলে দেবে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

Nazmul Hasan - (Jamalpur)
প্রকাশ ০২/০৩/২০২১ ০৯:৩৩এ এম