দিনাজপুর ঘোড়াঘাটে ৮ মাদকাসক্তের কারাদণ্ড
দিনাজপুর ঘোড়াঘাটে ৮ জন মাদকসেবীর প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১৪ জন কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ফিরোজ হাসান (২৪), ২.মোঃ হোসাইন বিন আমিন সৈকত(২২), ৩.মোঃ সবুজ সরকার রতন (২৩)।
মাদক সেবনের অপরাধে ৪.মোঃ আনারুল ইসলাম (৩২),৫. রোস্তম আলী (৩০), ৬.তৌহিদুল ইসলাম (৩০) ৭. তরিকুল ইসলাম (৩২), ৮.মাহবুব রহমান (৩২) কে গোপন আস্তানায় ফেন্সিডিল সেবন করার সময় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ গ্রেফতারকৃত মাদকসেবীদের দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা পরিষদে হাজির করলে নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।