নেতা নির্বাচন কর্মীদের সমর্থনেই: কাদের
কর্মীদের সমর্থনের ভিত্তিতেই নেতা নির্বাচন করতে হবে বলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাফ জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে পাবনার চাটমোহর উপজেলা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, ‘নেতা বানাতে হবে কর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে, পকেট কমিটি করা যাবে না।’
অনুষ্ঠানে ক্ষমতাশীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে বিএনপির আন্দোলন ভাবনায় সংকটের কালো ছায়া ফেলেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানুষের স্বস্তি নষ্ট করার পায়তারা করছে বিএনপি।
‘আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার মতো ভ্যাক্সিন নিয়েও বিএনপির অপরাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা ভ্যাক্সিন নিয়ে সংশয় সৃষ্টি এবং দুর্নীতির যে গল্প তৈরির অপচেষ্টা করেছিলো তা হালে পানি পায় নি।’
তিনি বলেন, ‘মাত্র ১৩ দিনে ২৩ লাখ মানুষের ভ্যাক্সিন গ্রহণ শেখ হাসিনার সুদক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের সোনালী বার্তা। দেশ-বিদেশে অপপ্রচারের বাক্স খুলে বসা বিএনপি আন্দোলনের নামে আগুন সন্ত্রাস এবং দেশ ও সরকার বিরোধী আল-জাজিরার অপপ্রচার একই সূত্রে গাঁথা।’
এর আগে, সড়ক ও যোগাযোগ অধিদপ্তরের এক আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নেন কাদের।
এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সততা থেকে শিক্ষা নিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।’ সড়ক বিভাগের কর্মকর্তাদের সতর্ক করে কাদের বলেন, ‘কমিশন বাণিজ্যের ধারা থেকে বেরিয়ে আসতে হবে।’