সাংবাদিক মোজাক্কির হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
নোয়াখালির কোম্পানিগঞ্জে কর্তব্যরত সাংবাদিক বোরহান উদ্দীন মোজাক্কিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শহিদ স ম আলাউদ্দীন চত্ত্বরে ওই মানববন্ধনের আয়োজন করে জেলা অনলাইন প্রেসক্লাব।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে মিছিল সহকারে সমবেত হন শহিদ স ম আলাউদ্দীন চত্ত্বরে। সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সূর্যের আলো'র সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টুয়েন্টিফোর এর আমিনা বিলকিস ময়না, নাগরিক নেতা আলী নূর খান বাবুল, সাংবাদিক আব্দুস সামাদ, এসএম শহীদুল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, মীর খায়রুল আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক জাহিদুর রহমান।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক বোরহান উদ্দীন মোজাক্কিরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। একই সাথে সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করার দাবি জানান।