A. Jahan Ovee
প্রকাশ ২৩/০২/২০২১ ০৮:৪৬এ এম

আজ নিউজিল্যান্ড যাচ্ছে মিরাজরা!

আজ নিউজিল্যান্ড যাচ্ছে মিরাজরা! Ad Banner

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিউজিল্যান্ড রওনা হবে বাংলাদেশ জাতীয় দল। তার আগে করা তিন করোনা টেস্টেই নেগেটিভ এসেছেন সকল সদস্যরা।

তবে, টেস্টের ফলাফল যাই হোক না কেন, ওশেনিয়াতে মানতে হবে নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগের প্রটোকল। জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী।     

গত ১৪ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর এক সপ্তাহ বিশ্রামেই ছিলেন তামিম, মুশফিক, লিটন, সৌম্য, মিরাজ, মোস্তাফিজরা। নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ার আগে তাদের মাঠেই প্রস্তুতি নিতে হবে টাইগারদের।   

সেখানে অন্তত দুই সপ্তাহের বেশি সময় ধরে অনুশীলন করবে বাংলাদেশ দল। সে জন্যই আগেভাগে যাওয়া। ২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। এরপর ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডেটি ২৬ মার্চ ওয়েলিংটনে।   

ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ হ্যামিল্টনে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে নেপিয়ারে ৩০ মার্চ। অকল্যান্ডে ১ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ