Shah alam Talukdar
প্রকাশ ২২/০২/২০২১ ১০:৫৩পি এম

ব্যাংক কর্মকর্তার নিহতের ঘটনায় মঙ্গলবার সিলেটে মানববন্ধন

ব্যাংক কর্মকর্তার নিহতের ঘটনায় মঙ্গলবার সিলেটে মানববন্ধন Ad Banner

সিলেট নগরীর বন্দরবাজারে সিএনজি অটোরিকশা চালকদের মারপিটে মওদুদ আহমেদ (৩৫) নামের ব্যাংক কর্মকর্তার নিহতের ঘটনায় মঙ্গলবার সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সিলেটে কর্মরত ব্যাংক কর্মকর্তাদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। 

এ কর্মসূচিতে সিলেটের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করে মওদুদ আহমেদের নিহতের সঙ্গে জড়িত অটোরিকশা চালকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করার জন্য আহ্বান জানানো  হয়েছে।  


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ