Abdul majid
প্রকাশ ২২/০২/২০২১ ০৯:৩৮পি এম
খুলনার সঙ্গে সারা দেশের সব ট্রেন চলাচল বন্ধ
ঝিনাইদহের কোট চাদপুরে সুন্দরবন এক্সপ্রেসে ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণে বিপাকে পড়েছে ট্রেনের যাত্রীরা।
সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় কোট চাদপুর রেলস্টেশনে প্রবেশের আগেই পেছনের দু’টি বগি লাইনচ্যুত হয়। কোট চাদপুর রেল স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরববন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল ৯টার দিকে ছেড়ে আসে। সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে ট্রেনের পেছনের দু’টি বগি লাইনচ্যুত হয়ে যায়।
তিনি বলেন, তবে কী কারণে পেছনের দু’টি বগি লাইনচ্যুত হলো সেটা তদন্ত ছাড়া জানা সম্ভব হচ্ছে না। তিনি আরো জানান, রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। তারপর খুলনার সঙ্গে সার দেশের ট্রেনের যোগাযোগ আবার স্বাভাবিক হবে।