Al Imran Emon
প্রকাশ ২২/০২/২০২১ ১০:৪২এ এম
করোনায় মাকে হারালেন রোনালদিনহো
মহামারি করোনাভাইরাস এবার কেড়ে নিল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর মা ডোনা মিগুয়েলিনার জীবন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১। পেরুর একটি টেলিভিশন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
গেল বছরের ডিসেম্বরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন তিনি। এরপর পোর্তো এলেগ্রির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
পেরুর গণমাধ্যমটি বলছে, শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডোনা মিগুয়েলিনা।
মায়ের করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়ে টুইটারে দোয়া চেয়েছিলেন রোনালদিনহো। এবার বিশ্বকাপজয়ী তারকাকে ছেড়েই চলে গেলেন তার মা।